ইয়েমেনের ঔষধের ডিপোতে সৌদী আরবের বর্বরোচিত বোমা হামলা

Spread the love

ইয়েমেনে সৌদী আরবের যুদ্ধাপরাধ কোনো নতুন বিষয় নয়। ইয়েমেনের উপর ২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদী বর্বরতা অব্যাহত রয়েছে।নতুন করে সৌদী বিমান হামলা হয়েছে ইয়েমেনের ঔষধের ডিপোতে। হামলায় কমপক্ষে ১ জন নিহত এবং ৩ জন গুরুতর জখম হয়েছেন।ইয়েমেনের স্থানীয় আস-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক নিশ্চিত করেছে সাওয়ান এলাকায় ঔষধের গুদামে বোমা হামলা চালায় সৌদী জঙ্গি বিমান।

সৌদী বাহিনীর মুখপাত্র তুর্কী আল মালিকি হামলার কথা স্বীকার করেন। তিনি অভিযোগ করেন সৌদী আরব বরং ইয়েমেন সংকট নিয়ে জাতিসংঘের রাজনৈতিক সমাধানের চেষ্টার কারনে সাম্প্রতিক সময়ে সংযত আচরন করছে।

ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর মুখপাত্র আব্দুল সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সৌদী আগ্রাসনের শিকার ইয়েমেনি শিশু
ইয়েমেনে সৌদী বর্বরতা

২০১৫ সাল থেকে নিজেদের পছন্দের শাসক মনসুর হাদী কে ইয়েমেনের ক্ষমতায় বসানোর জন্য ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে সৌদী আরব। কিন্তু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধের মুখে সৌদী আগ্রাসন বিগত ৬ বছরেও তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *