জলদস্যুদের হামলা থেকে তেল ট্যাংকার রক্ষা করল ইরানি ডেস্ট্রয়ার

Spread the love

ইরানের নৌবাহিনী আবারো প্রমান করলো যে তারা তাদের সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এবার এডেন সাগরে ইরান তার একটি তেলের ট্যংকারকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করেছে।

শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে হামলা চালায়।কিন্তু ইরানি নৌবাহিনীর আল-বোর্জ ডেস্ট্রয়ারের সঙ্গে তুমুল সংঘর্ষের পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ সম্পর্কে জানিয়েছেন, আল-বোর্জ ডেস্ট্রয়ারটি যখন ইরানের দু’টি তেল ট্যাংকারকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল তখন এ ঘটনা ঘটে। তিনি এ ঘটনাকে ‘সমুদ্র সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেন।

অ্যাডমিরাল ইরানি বলেন, নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে ইরানের দু’টি তেল ট্যাংকার নিরাপদে জলদস্যু-প্রবণ এডেন সাগর অতিক্রম করে। এছাড়া, ইরানের অন্যান্য জাহাজের পাশাপাশি অন্য দেশগুলির সব বাণিজ্যিক জাহাজও বর্তমানে এডেন সাগরের ওই এলাকা দিয়ে নিরাপদে গন্তব্যে যেতে পারছে।

আন্তর্জাতিক নৌ-রুটগুলোকে নিরাপদ রাখতে বিশেষ করে ইরানি কারগো জাহাজগুলোর নিরাপত্তা দিতে গত আগস্ট মাসে আল-বোর্জ ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়। এডেন সাগরে ২০০৮ সাল থেকে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিয়ে আসছে ইরান।#

পার্সটুডে/এমএমআই/১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *