গত ২৫ অক্টোবর ঘটে গেলো মার্কিন সেনাবাহিনী কর্তৃক ইরানি তেলের ট্যাঙ্কার হতে জ্বালানি তেল চুরির প্রচেষ্টার এক নজির বিহীন ঘটনা।
মিডিয়া গুলো বেশির ভাগ পশ্চিমাদের নিয়ন্ত্রণে থাকার কারণে তারা নিজেদের চুরির প্রচেষ্টার খবরটি প্রকাশ না করলেও গত ৩রা নভেম্বর ইরানের আইআরজিসি ( ইসলামিক রেভ্যুলোশনরি গার্ড কর্পোরেশন ) পুরো ঘটনাটির ভিডিও প্রকাশ করে।
ভিডিও তে দেখা যায় ওমান সাগরে মার্কিন সেনারা ইরানের তেলবাহী ট্যাঙ্কার আটক করে এর তেল অন্য একটি ট্যাঙ্কার এ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময়ে আইআরজিসি কমান্ডো রা দ্বিতীয় ট্যাঙ্কারটিতে হেলিবোর্নের মাধ্যমে অবতরণ করে সেটির নিয়ন্ত্রণ নেন। এ সময়ে মার্কিন একটি ডেস্ট্রয়ার তেল ট্যাঙ্কারটিকে উদ্ধারে এগিয়ে আসলে ইরানের গান বোট গুলো ডেস্ট্রয়ার টির গতি রোধ করে সেটিকে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ডেস্ট্রয়ারটি আরো দুটি যুদ্ধ জাহাজ তলব করে।ইরানও পাল্টা ব্যবস্থা হিসিবে যুদ্ধ জাহাজ প্রেরণ করে।
দীর্ঘ ৬ ঘন্টা ধরে মার্কিন বাহিনী চেষ্টা অব্যাহত রাখে ইরানি কমান্ডোদের হাত থেকে চুরি করা তেলের ট্যাঙ্কার টি কে উদ্ধার করতে কিন্তু ব্যর্থ হয়ে ফেরত যায়।পুরো ঘটনা টি ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ করে আইআরজিসি।শেষ পর্যন্ত ইরানি কমান্ডোরা চুরি করা তেলের ট্যাঙ্কার টিকে আটক করে ইরানি উপকূলের দিকে নিয়ে যায়।